শিক্ষা

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর উত্তরপত্রের সার্টিফায়েড কপি (RTI Act 2005 অনুসারে) পাওয়ার জন্য কীভাবে আবেদন করতে হবে?

মাধ্যমিক পরীক্ষার্থীরা তথ্য জানার অধিকার আইন, ২০০৫ (RTI Act 2005) অনুসারে তাদের নিজেদের লেখা উত্তরপত্রের সার্টিফায়েড কপি পাওয়ার জন্য আবেদন করতে পারে।

তবে কোনোভাবেই আসল উত্তরপত্র দেখার জন্য অনুরোধ করতে পারবে না।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর উত্তরপত্রের সার্টিফায়েড কপি পাওয়ার জন্য আবেদন পদ্ধতি

উত্তরপত্রের সার্টিফায়েড কপি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে সাদা কাগজে অথবা নির্দিষ্ট ফর্মাটে আবেদন করতে হয়। আবেদনপত্রে একটি ১০ টাকার কোর্ট ফি দিতে হয়।

আবেদনপত্রের সঙ্গে কী কী পাঠাতে হবে?

সাধারনত পূরণ করা আবেদনপত্রের সঙ্গে মার্কশীটের স্ব-প্রত্যয়িত (Self-Attested) জেরক্স কপি পাঠাতে হবে। তবে BPL ক্যাটাগরির ক্ষেত্রে BPL সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত (Self-Attested) জেরক্স কপি পাঠাতে হবে।

মোবাইল নম্বর থাকা আবশ্যক।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর রোল নম্বরের প্রথম সংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে।

রোল নম্বরের প্রথম সংখ্যাঠিকানা
North Bengal Regional Office, Kanchanjangha Bhawan, P.O. –  North Bengal University, Dist. – Darjeeling, PIN – 734013
Burdwan Regional Office, Iswarchandra Bhawan, Goods Shed Road, Tinkonia, Dist. – Burdwan, PIN – 713101
Medinipur Regional Office, Keranitala Chak, Medinipur, Dist. –  Paschim Medinipur, PIN  – 721101
Kolkata Regional Office, Nivedita Bhawan, Karunamoyee Block -DJ- 8, Sector- II Salt Lake City, Kolkata – 700091

আবেদনের শেষ তারিখ

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন থেকে ৭৫ দিনের মধ্যে আবেদনপত্র আঞ্চলিক কার্যালয়ে পৌঁছাতে হবে। ০২-০৮-২০২৩ এর মধ্যে পৌঁছাতে হবে।

যদি আবেদনকারী PPS / PPR এর জন্য আবেদন করে থাকে তবে PPS / PPR এর রেজাল্ট প্রকাশের পরে পরেই আবেদন করতে হবে।

MP ২০২৩ এর উত্তরপত্রের সার্টিফায়েড কপি পাওয়ার খরচ

  • আবেদনপত্রে কোর্ট ফি – ১০ টাকা।
  • উত্তরপত্রের সার্টিফায়েড কপি – প্রতি পাতা ২ টাকা।

সার্টিফায়েড কপির জন্য টাকা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে চালানের মাধ্যমে জমা দিতে হবে। তবে BPL ক্যাটাগরির ক্ষেত্রে এই টাকা লাগবে না।

উত্তরপত্রের সার্টিফায়েড কপি সংগ্রহ

লিখিত উত্তরপত্রের সার্টিফায়েড কপি সংগ্রহ করার জন্য তারিখ এবং সময় আবেদনকারীকে পোস্ট / মোবাইলের মাধ্যমে জানানো হবে। তারপর টাকা জমা দিয়ে উত্তরপত্রের সার্টিফায়েড কপি আবেদনকারী নিজে নিতে পারবে।

আইনী অভিভাবক যথাযথ প্রমাণপত্র বা আবেদনকারীর অথারাইজেশন লেটার দেখিয়েও তা নিতে পারে। কিন্তু অন্য কেউ এই কপিটি নিতে পারবে না।

লিখিত উত্তরপত্রের সার্টিফায়েড কপি সংগ্রহ করার সময় কোনোভাবেই আসল উত্তরপত্র দেখার এবং পুনরায় মূল্যায়নের জন্য অনুরোধ করতে পারবে না। তবে সার্টিফায়েড কপিতে নম্বর যোগে ভুল / ভুল কেজিং / নম্বর দেওয়া হয়নি এরকম উত্তর থাকলে তা বিনামূল্যেই সংশোধন করা হবে, যদি সার্টিফায়েড কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদন করা হয়।

উত্তরপত্রের সার্টিফায়েড কপির আবেদন কখন বাতিল হতে পারে?

যদি আবেদনপত্রে

  • কোর্ট ফি না মাড়ানো থাকে।
  • আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর না থাকে।
  • পোষ্টাল ঠিকানা সম্পূর্ণ না থাকে।

আরও পড়ুন

Admin

Recent Posts

চাকরিহারা শিক্ষাকর্মীদের (Group C ও Group D) ভাতা দেওয়ার স্কিম

West Bengal Livelihood and Social Security Interim Scheme, 2025 SSC 2016 এর মাধ্যমে বিদ্যালয়ে নিযুক্ত…

4 months ago

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

1 year ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

2 years ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

2 years ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

2 years ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

2 years ago