JBNSTS Senior Scholarship 2020

Jagadis Bose National Science Talent Search – JBNSTS

JBNSTS Senior Scholarship 2020 কোন্‌ শিক্ষার্থী পাবে তা নির্ধারিত হয় সিনিয়র প্রতিভা অনুসন্ধান  (Senior Talent Search) পরীক্ষার মাধ্যমে।

JBNSTS Senior Talent Search পরীক্ষায় কারা আবেদন করতে পারে? (Who can apply for JBNSTS Senior Talent Search Examination 2020)

  • শিক্ষার্থীকে 2020 সালে (10+2) স্ট্যান্ডার্ড বোর্ডের (WBCHSE / CBSE / ISC) পরীক্ষায় অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • যে বছর আবেদন করছে শিক্ষার্থীকে সেই বছর পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে B. Sc.(Hons) / BS-MS / Engineering / Medicine বিভাগে undergraduate level এ ভর্তি হতে হবে।
  • 2020 সালের আগে (10+2) স্ট্যান্ডার্ড বোর্ডের (WBCHSE / CBSE / ISC) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বা Pass Course / Diploma Course / Nursing Course এ পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

JBNSTS Senior Talent Search পরীক্ষার আবেদন পদ্ধতি (Application Procedure for JBNSTS Senior Talent Search Examination 2020)

(10+2) স্ট্যান্ডার্ড বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর আবেদনের তারিখ এবং পরীক্ষার বিস্তারিত বিবরণসহ সংবাদপত্র এবং JBNSTS এর ওয়েবসাইটে (https://jbnsts.ac.in/) বিজ্ঞাপন দেওয়া হয়। ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে JBNSTS এর অফিসে কোনো কাগজপত্র পাঠানোর দরকার হয় না।

অ্যাডমিট কার্ড JBNSTS এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে ।

JBNSTS Senior Talent Search স্কলারশিপ পরীক্ষার বিন্যাস (Examination Pattern of JBNSTS Senior Talent Search Examination 2020)

  • 1st Phase : Written Test
  • 2nd Phase : Interview
  • 3rd and Final Phase : Scientific Creativity Test

প্রতিটি ফেজের পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের পরবর্তী ফেজের পরীক্ষায়  জন্য ডাকা হয়।

JBNSTS Senior Talent Search স্কলারশিপ লিখিত পরীক্ষার বিন্যাস (Examination Pattern of JBNSTS Senior Talent Search Written Examination 2020)

পূর্ণমান – 75                সময় – 90 মিনিট

Section-A :

ধরণ পূর্ণমান প্রশ্ন সংখ্যা বিষয়
MCQ 60 24 Physics, Chemistry, Mathematics, Biology – এর মধ্যে যেকোনো তিনটি বিষয়ের উত্তর লিখতে হবে

প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিষয় থেকে 8 টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন 2.5 নম্বর বহন করে এবং উল্লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে

Correct Answer 2.5 Marks
Wrong Answer -1 Mark
Not Attempted 0 Mark

 

Section-B :

ধরণ পূর্ণমান প্রশ্ন সংখ্যা বিষয়
MCQ 15 3 Physics, Chemistry, Mathematics Biology – এর মধ্যে যেকোনো একটি বিষয়ের উত্তর লিখতে হবে

প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন 5 নম্বর বহন করে এবং উল্লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে।

Correct Answer 5 Marks
Wrong Answer -2 Mark
Not Attempted 0 Mark

JBNSTS Senior Scholarship 2020

JBNSTS Senior Talent Search পরীক্ষার সিলেবাস (Syllabus of JBNSTS Senior Talent Search Examination 2020)

পরীক্ষার স্ট্যান্ডার্ড দ্বাদশ শ্রেণির স্ট্যান্ডার্ড।

Subject :  1) Physics, 2) Chemistry, 3) Mathematics 4) Biology

JBNSTS Senior Talent Search পরীক্ষার  ফী (Fee of JBNSTS Senior Talent Search Examination 2020)

JBNSTS Senior Talent Search পরীক্ষার  ফী 200 টাকা + Transaction Charge (Online Payment এর ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়)। Online Payment নিম্নলিখিতভাবে করা যায়

  • Net Banking
  • Debit Card
  • Credit Card
  • Wallet
  • UPI

ফী দিয়ে দেওয়ার পর ফেরৎ দেওয়া হয় না।

স্কলারশিপ (Scholarship)

স্কলারশিপ 4 / 5 বছরের (B.Tech / BE / MBBS / BS-MS / M.Sc – সমাপ্ত হওয়া পর্যন্ত) জন্য দেওয়া হয়।

  • Rs. 4000/- per month
  • Annual book grant of Rs. 5000/-.

JBNSTS Senior Talent Search পরীক্ষার তারিখ (Date of JBNSTS Senior Talent Search Examination 2020)

13th December 2020

Leave a Comment