স্কলারশিপ

KVPY ফেলোশিপ ২০২১ | KVPY Fellowship 2021 in Bengali

KVPY ফেলোশিপ ২০২১ প্রোগ্রাম হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), ব্যাঙ্গালোর দ্বারা সংঘটিত বিজ্ঞান বিভাগের ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য একটি জাতীয় স্তরের ফেলোশিপ প্রোগ্রাম। তবে KVPY (Kishore Vaigyanik Protsahan Yojana) ১৯৯৯ সাল থেকে ভারত সরকারের Department of Science and Technology (DST) দ্বারা আরম্ভ হয়েছিল।

উদ্দেশ্য

বিজ্ঞান বিভাগের মেধাবী এবং অনুপ্রাণিত ছাত্রছাত্রীরা যাতে গবেষণা পর্যন্ত পৌঁছতে পারে তার জন্য ফেলোশিপ দেওয়া হল KVPY ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য।

KVPY ফেলোশিপ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা

SA

  • আবেদনের শিক্ষাবর্ষে একাদশ (XI) শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে।
  • আবেদনের শিক্ষাবর্ষে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় গনিত, ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান বিষয়ে মোট কমপক্ষে ৭৫% (SC / ST / PWD এর ক্ষেত্রে ৬৫%) নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।

SX

  • দ্বাদশ (XII) শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে।
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় গনিত, ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান বিষয়ে মোট কমপক্ষে ৭৫% (SC / ST / PWD এর ক্ষেত্রে ৬৫%) নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।

SB

  • বিজ্ঞান শাখায় স্নাতক স্তরের (B. Sc. / B.S. / B. Stat. / B. Math. /Int. M. Sc. / Int. M.S.) প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
  • উচ্চ-মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গনিত ও জীববিদ্যা বিষয়ে মোট কমপক্ষে ৬০% (SC / ST / PWD এর ক্ষেত্রে ৫০%) নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।

বি.দ্র. – COVID-19 অতিমারির জন্য নম্বরের বাধ্যকতা নেই। শুধুমাত্র মাধ্যমিক / উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ হলেই হবে।

KVPY ফেলোশিপ পাওয়ার যোগ্যতা

  • KVPY ফেলোশিপের পাওয়ার জন্য নির্বাচনের পদ্ধতি অনুসারে নির্বাচিত হতে হবে।
  • ছাত্রছাত্রীকে ভারতের মধ্যে কোনো স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটিতে রেগুলার মোডে বিজ্ঞান শাখায় স্নাতক স্তরে (B. Sc. / B.S. / B. Stat. / B. Math. / Int. M. Sc. / Int. M.S.) ভর্তি হতে হবে। বিষয়গুলি হল – Chemistry, Physics, Mathematics, Statistics, Biochemistry, Microbiology, Cell Biology, Ecology, Molecular Biology, Botany, Zoology, Physiology, Biotechnology, Neurosciences, Bioinformatics, Marine Biology, Geology, Human Biology, Genetics, Biomedical Sciences, Applied Physics, Geophysics, Materials Science, Environmental Science।

এছাড়াও নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে।

SA

উচ্চ-মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গনিত ও জীববিদ্যা বিষয়ে মোট কমপক্ষে ৬০% (SC / ST / PWD এর ক্ষেত্রে ৫০%) নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।

SX

উচ্চ-মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গনিত ও জীববিদ্যা বিষয়ে মোট কমপক্ষে ৬০% (SC / ST / PWD এর ক্ষেত্রে ৫০%) নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।

SB

প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় কমপক্ষে ৬০% (SC / ST / PWD এর ক্ষেত্রে ৫০%) নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।

KVPY ফেলোশিপের  টাকার পরিমান

মাসিক ফেলোশিপ বার্ষিক কন্টিনজেন্সি
B. Sc. / B.S. / B. Stat. / B. Math. / Int. M. Sc. / Int. M.S. এর প্রথম থেকে তৃতীয় বর্ষ ৫,০০০ টাকা ২০,০০০ টাকা
M. Sc. চলাকালীন অথবা Int. M. Sc. / M. Math. / M.S. / M. Stat এর চতুর্থ থেকে পঞ্চম বর্ষ ৭,০০০ টাকা ২৮,০০০ টাকা

নির্বাচন পদ্ধতি

  • প্রথম ধাপ – অ্যাপটিটিউড টেস্ট
  • দ্বিতীয় ধাপ – ইন্টারভিউ

বি.দ্র. – COVID-19 অতিমারির জন্য শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে KVPY ফেলোশিপ ২০২১ নির্বাচিত হবে।

KVPY ফেলোশিপ ২০২১ পরীক্ষার ফি

  • জেনারেল / OBC – ১,২৫০ টাকা + ব্যাঙ্ক চার্জ।
  • SC / ST / PWD – ৬২৫ টাকা + ব্যাঙ্ক চার্জ।

পরীক্ষার ফি ক্রেডিট কার্ড, ATM-ডেবিট কার্ড, UPI, নেট ব্যাঙ্কি এর মাধ্যমে দিতে হয়। ফি একবার পেমেন্ট করলে কোনভাবেই তা ফেরত পাওয়া যাবে না।

KVPY ফেলোশিপ ২০২১ এর গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন আরম্ভের তারিখ ১২-০৭-২০২১
অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ ২৫-০৮-২০২১
অ্যাডমিট কার্ড ডাউনলোড অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ
KVPY অ্যাপটিটিউড টেস্ট০৭-১১-২০২১

পশ্চিমবঙ্গে KVPY ২০২১ এর পরীক্ষাকেন্দ্র

পশ্চিমবঙ্গে KVPY ২০২১ এর পরীক্ষাকেন্দ্রগুলি হল – আসানসোল, বর্ধমান, দূর্গাপুর, হুগলী, কল্যাণী, কোলকাতা ও শিলিগুড়ি।

KVPY পরীক্ষার সিলেবাস

KVPY অ্যাপটিটিউড টেস্টের জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই।

  • SA – দশম শ্রেণি (X) পর্যন্ত গনিত ও বিজ্ঞানের সিলেবাস।
  • SX – দ্বাদশ শ্রেণি (XII) পর্যন্ত পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গনিত ও জীববিদ্যার সিলেবাস।
  • SB – স্নাতক স্তরের (B. Sc. / B.S. / B. Stat. / B. Math. / Int. M. Sc. / Int. M.S.) প্রথম বর্ষ পর্যন্ত সিলেবাস।

KVPY পরীক্ষার প্রশ্নের ধরণ এবং নম্বর বিভাজন

  • অনলাইনে KVPY পরীক্ষা হয়।
  • পরীক্ষাটি দুটি পার্টে হয়। প্রতিটি পার্টে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গনিত ও জীববিদ্যা থেকে প্রশ্ন থাকে।
  • MCQ ধরণের প্রশ্ন।
  • পূর্ণমান – ১০০
  • সময় – ৩ ঘন্টা।
  • পার্ট ১ এ প্রতিটি প্রশ্নের মান ১ এবং পার্ট ২ এ প্রতিটি প্রশ্নের মান ২
  • প্রতিটি পার্টে নেগেটিভ মার্কিং থাকে। পার্ট ১ এ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর এবং পার্ট ২ এ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর বাদ যাবে।

SA এর জন্য প্রশ্নের ধরণ এবং নম্বর বিভাজন

প্রতিটি বিষয়ের উত্তর লিখতে হবে।

বিষয় পার্ট ১ (প্রশ্নসংখ্যা) পার্ট ২ (প্রশ্নসংখ্যা)নম্বর
পদার্থবিদ্যা১৫২৫
রসায়নবিদ্যা১৫২৫
গনিত১৫২৫
জীববিদ্যা১৫২৫

SB ও SX এর জন্য প্রশ্নের ধরণ এবং নম্বর বিভাজন

চারটি বিষয়ের মধ্যে পার্ট ১ এ যেকোনো তিনটি এবং পার্ট ২ এ যেকোনো দুইটি বিষয়ের উত্তর লিখতে হবে। যদি কোনো পরীক্ষার্থী বেশি বিষয়ের উত্তর দেয় তবে পার্ট ১ এ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনটি বিষয়ের (best of three) এবং পার্ট ২ এ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুইটি বিষয়ের (best of two) নম্বর বিবেচনা করা হয়।

বিষয় পার্ট ১ (প্রশ্নসংখ্যা) পার্ট ২ (প্রশ্নসংখ্যা)নম্বর
পদার্থবিদ্যা২০১০৪০
রসায়নবিদ্যা২০১০৪০
গনিত২০১০৪০
জীববিদ্যা২০১০৪০

KVPY প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ও উত্তর

KVPY প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ও উত্তর ডাউনলোড করার জন্য ক্লিক করুন

আরও পড়ুন –

OBC / SC / ST পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২১

Admin

Recent Posts

চাকরিহারা শিক্ষাকর্মীদের (Group C ও Group D) ভাতা দেওয়ার স্কিম

West Bengal Livelihood and Social Security Interim Scheme, 2025 SSC 2016 এর মাধ্যমে বিদ্যালয়ে নিযুক্ত…

4 months ago

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

1 year ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

2 years ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

2 years ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

2 years ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

2 years ago