পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর Post Publication Review (PPR) / Post Publication Scrutinee (PPS) এর রেজাল্ট প্রকাশ করতে চলেছে।
PPR / PPS এর ফলাফল প্রকাশিত হবে ২৬-০৭-২০২২ তারিখে। আবেদন গ্রহণের প্রায় ৬ সপ্তাহ পর।
এই রেজাল্ট পরীক্ষার্থীরা নিজেদের বিদ্যালয় থেকে জানতে পারবে। এছাড়াও ২৬-০৭-২০২২ তারিখ বিকাল ৩ টা থেকে অনলাইনে নিচে দেওয়া ওয়েবসাইট থেকে জানতে পারবে।
বিদ্যালয়গুলি ২৭-০৭-২০২২ এর ক্যাম্প অফিস থেকে PPR / PPS এর রেজাল্ট সংগ্রহ করতে পারবে।
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও