সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education Extension & Library Service) উদ্যোগে নেওয়া একটি স্কলারশিপ স্কিম।
এই স্কলারশিপ নবম শ্রেণি ও তদূর্দ্ধ শ্রেণির প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য।
এই পোস্টে সহানুভূতি স্কলারশিপের আবেদন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
Table of Contents
সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : আবেদনের যোগ্যতা
এই স্কলাশিপে আবেদন করতে গেলে নিম্নিলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে –
- ছাত্র-ছাত্রীদের মধ্যে কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা (40% বা তদূর্ধ) আবেদন করতে পারবে।
- নবম শ্রেণি ও তদূর্দ্ধ শ্রেণির প্রতিবন্ধী (উপরে উল্লিখিত) ছাত্র-ছাত্রীরা আবেদন যোগ্য। মিউজিক / ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য, কেন্দ্রীয় সরকার বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপও এর অন্তর্ভুক্ত।
- আবেদনকারীর পিতা-মাতা/অভিভাবকের যৌথ পারিবারিক বার্ষিক আয় অনধিক ২ লক্ষ টাকা হতে হবে।
- পূর্বের শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর পেতে হবে।
- রাজ্য/কেন্দ্রীয় সরকার প্রদত্ত অনুরণ স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : আবেদনের শেষ তারিখ
আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০ নভেম্বর, ২০২৩ -এর মধ্যে যেকোনো কাজের দিনে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে।
আবেদন পদ্ধতি
২০২৩-২৪ শিক্ষাবর্ষে জনশিক্ষা প্রসার অধিকার কর্তৃক প্রদেয় স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত করতে হয়। ফর্মটি যথাযথভাবে পূরণ করে তাতে আবেদনকারীর ছবি লাগাতে হবে। এছাড়াও আবেদনকারীর স্বাক্ষর এবং বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষর করে নিম্নিলিখিত ডকুমেন্ট সহ সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে কী কী জমা করতে হবে?
- যথোপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের (Handicapped Certificate) জেরক্স।
- পূর্ববর্তী শ্রেণির মার্কশীটের জেরক্স।
- ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স (যেন অ্যাকাউন্ট নম্বর এবং IFSC Code থাকে)
- নির্দিষ্ট ফর্মাটে পারিবারিক আয়ের শংসাপত্র (Income Certificate) । পঞ্চায়েত প্রধান, স্থানীয় কাউন্সিলার, BDO, MLA, MP, গ্যাজেটেট অফিসার দ্বারা ইনকাম সার্টিফিকেট স্বাক্ষরিত হতে হবে।
এই বিষয়ে কিছু জ্ঞাতব্য থাকলে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে।
OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও