OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা দানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ স্কিম।
এই স্কলারশিপ ওয়েসিস (Oasis Scholarship) নামেও পরিচিত।
এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি / সরকারি স্পনসর / সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির পঞ্চম থেকে দশম শ্রেণির OBC ছাত্র-ছাত্রীদের জন্য।
তবে এই স্কলারশিপ সংখ্যালঘু বা মাইনরিটির OBC ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ নামে পরিচিত।
Table of Contents
OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 (OBC Pre-Matric Scholarship)
OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ দুই ধরণের –
- পঞ্চম থেকে অষ্টম শ্রেণির (V-VIII) OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ : মেধাশ্রী স্কলারশিপ
- নবম থেকে দশম শ্রেণির (IX-X) OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ
পঞ্চম থেকে অষ্টম শ্রেণির (V-VIII) OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ
পঞ্চম থেকে অষ্টম শ্রেণির (V-VIII) OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ নামে পরিচিত।
মেধাশ্রী স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
নবম থেকে দশম শ্রেণির (IX-X) OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ
নবম থেকে দশম শ্রেণির (IX-X) OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ 2022-2023 পর্যন্ত ছাত্র-ছাত্রীরা নিজে থেকে আবেদন করতে পারত না। আবেদন স্কুল দ্বারা হত।
কিন্তু 2023-2024 থেকে এই স্কলারশিপের আবেদন ছাত্র-ছাত্রীদের নিজেকে করতে হবে। আবেদন করা যাবে Oasis Scholarship Portal এর মাধ্যমে।
OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ -এর যোগ্যতা
- ছাত্র-ছাত্রীদের OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে।
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকা বা তার কম হতে হবে।
- পশ্চিমবঙ্গের সরকারি / সরকারি স্পনসর / সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে নবম থেকে দশম শ্রেণিতে ভর্তি হতে হবে।
- রাজ্যের শিক্ষা বোর্ড / সংসদ অথবা কেন্দ্র সরকারের কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে regular fulltime মোডে পড়াশোনা করতে হবে।
- শুধুমাত্র ডে স্কলাররাই আবেদন করতে পারবে অর্থাৎ হোস্টেলে থাকলে আবেদন যোগ্য নয়।
- core banking এর সুবিধা আছে এমন ব্যাঙ্কে ছাত্র-ছাত্রীদের নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে।
- যেকোনো একটি শ্রেণিতে পড়াকালীন বছরে একবারই স্কলারশিপ পাবে। যদি কোনো কারণে অনুত্তীর্ণ হয় তবে ওই একই শ্রেণিতে পড়ার জন্য স্কলারশিপ পাবে না। পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হলে আবার স্কলারশিপ চালু হবে।
- অন্য কোনো স্কলারশিপ / ভাতা নেওয়া যাবে না।
OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 এর পরিমান
2023-2024 অর্থবর্ষে নবম ও দশম শ্রেণির OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপের পরিমান বছরে 4,000 টাকা।
নির্বাচন পদ্ধতি
সমস্ত যোগ্য OBC শিক্ষার্থীরা এই স্কিমে আবেদন করতে পারবে এবং প্রত্যেকেই এই স্কলারশিপ পায়। এক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ (যেমন SDO) প্রদত্ত জাতিগত শংসাপত্র থাকতে হবে।
OBC প্রি-ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 আবেদনের তারিখ
নবম ও দশম শ্রেণির OBC ছাত্র-ছাত্রীদের প্রিম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 এর আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 30-10-2023.
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপ 2023-2024 এর আবেদন অনলাইনে করতে হয়। OASIS পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
OBC / SC / ST পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (Oasis Scholarship) 2023-2024
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও