OBC শিক্ষার্থীদের SHREYAS স্কলারশিপ ২০২১ (SHREYAS Scholarship 2021 for OBC) | উচ্চ-শিক্ষার জন্য ইয়ং অ্যাচিভার স্কিম ২০২১ (Scholarships for Higher Education for Young Achievers Scheme 2021)

SHREYAS স্কলারশিপ ২০২১ বা Scholarships for Higher Education for Young Achievers Scheme 2021 হল তরুণ OBC ও EBC শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি স্কলারশিপ প্রকল্প। OBC (Other Backward Class) এবং EBC (Economically Backward Class) শিক্ষার্থীদের জন্য চলমান  দুটি কেন্দ্রীয় সেক্টর প্রকল্প  – ১) ওবিসি শিক্ষার্থীদের জাতীয় ফেলোশিপ (National Fellowship for OBC-NFOBC) এবং ২) ওবিসি ও ইবিসি শিক্ষার্থীদের  বিদেশে পড়ার জন্য শিক্ষা ঋণের উপর সুদের ভর্তুকি (Dr. Ambedkar Central Sector Scheme of Interest Subsidy on Educational Loans for Overseas Studies for OBC and EBC) কে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সাল পর্যন্ত বাস্তবায়ণ করার জন্য এটি চালু করা হয়েছে।

SHREYAS স্কলারশিপ ২০২১ এর উদ্দেশ্য

SHREYAS  স্কলারশিপ  ২০২১ প্রকল্পগুলির মূল লক্ষ্য  OBC এবং EBC শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উচ্চতর শিক্ষা অর্জনে সাহায্য করা।

ওবিসি শিক্ষার্থীদের জাতীয় ফেলোশিপ (National Fellowship for OBC – NFOBC)

এই স্কিমে প্রতি বছর ১০০০ জন জুনিয়ার রিসার্চ ফেলোশিপ (JRF) কে M. Phil. / Ph. D. করার জন্য স্কলারশিপ দেওয়া হবে তবে তাদেরকে নিম্নের পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে।

  • হিউম্যানিটি / সোশাল সাইন্স – ন্যাশন্যাল এলিজিবিলিটি টেস্ট – জুনিয়ার রিসার্চ ফেলোশিপ (NET-JRF)।
  • বিজ্ঞান – NET-UGC-CSIR

UGC (University Grants Commission) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের M. Phil. এবং Ph. D. এর শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য। এই ১০০০ টি স্লট UGC ফেলোশিপের সাধারণ সংরক্ষণের নিয়ম অনুসারে জন্য যতগুলি কোটা থাকে তার মধ্যে অন্তর্ভুক্ত নয়। এর বাস্তবায়ণের দায়িত্ব রয়েছে UGC এর উপর।

নির্বাচিত হওয়ার যোগ্যতা (Eligibility for National Fellowship for OBC)

  • UGC-NET বা CSIR-UGC-NET পরীক্ষায় কোয়ালিফাই (JRF) করার পর UGC স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় / IIT / শিক্ষা প্রতিষ্ঠানে M. Phil. বা Ph. D. (Full Time) করতে হবে। JRF Award Letter ইসু করার তারিখ থেকে ৩ বছরের মধ্যে ভর্তি হতে হবে। যারা ইতিপূর্বে M. Phil. / Ph. D. তে নিযুক্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে NFOBC এর ফলাফলের তারিখ বা নিযুক্ত হওয়ার তারিখ এর মধ্যে যেটি পরের সেই তারিখ থেকে ধরা হবে।
  • NFOBC এ নির্বাচিতদের রাজ্যের / কেন্দ্রের / অন্যান্য (যেমন UGC) –এর অন্য কোনো আর্থিক সহায়তা নেওয়া যাবে না।
  • ২ বছর পরে যদি নির্বাচিতদের গবেষণার কাজ সন্তোষজনক হয়, তবে পরবর্তী ৩ বছরের জন্য SRF হিসাবে ফেলোশিপ দেওয়া হয়। তবে JRF ও SRF হিসাবে মোট ৫ বছরের বেশি হবে না।
  • অন্ততপক্ষে মোট সিটের ৫% বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।
  • কোনো বিশ্ববিদ্যালয় / শিক্ষা প্রতিষ্ঠান / কেন্দ্র সরকার / রাজ্য সরকারের এমপ্লয়ী Extra Ordinary Leave (EOL) এ থেকে M. Phil. বা Ph. D. করলেও তা NFOBC এর জন্য যোগ্য নয়।

Young Achievers Scheme 2021

ফেলোশিপের সংখ্যা (Number of Fellowships – SHREYAS স্কলারশিপ ২০২১)

NFOBC এর অন্তর্গত প্রতি বছর ১০০০ জন জুনিয়ার রিসার্চ ফেলোশিপ পাবে। এই ১০০০ টি স্লট সককারের সাধারণ সংরক্ষণের নিয়ম অনুসারে জন্য যতগুলি OBC স্লট থাকে তার মধ্যে অন্তর্ভুক্ত নয়।

UGC-NET-JRFUGC-CSIR-NET-JRFমোট
৭৫০২৫০১০০০

ফেলোশিপের সময়সীমা (Duration of National Fellowship for OBC)

কোর্সের নামসর্বোচ্চ সময়সীমাJRFSRF
M. Phil.২ বছর২ বছর**
Ph.D.৫ বছর২ বছরবাকি ৩ বছর
M. Phil. + Ph.D.৫ বছর২ বছরবাকি ৩ বছর

ফেলোশিপের পরিমান (Rate of National Fellowship for OBC)

বিভাগফেলোশিপ (প্রতি মাসে)কন্টিজেন্সি (প্রতি বছর)
JRF / ১ম দুই বছরSRF / শেষ তিন বছরJRF / ১ম দুই বছরSRF / শেষ তিন বছর
বিজ্ঞান৩১,০০০৩৫,০০০১২,০০০২৫,০০০
হিউমানিটিজ ও সোশাল সাইন্স৩১,০০০৩৫,০০০১০,০০০২০,৫০০
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি৩১,০০০৩৫,০০০১২,০০০২৫,০০০

এসকর্ট / রিডার সহায়তা – শারিরিক ও দৃষ্টিশক্তি জনিত প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে অতিরিক্ত ২,০০০ টাকা।

বাড়ি ভাড়া ভাতা (HRA) – UGC নিয়ম অনুসারে। যে সমস্ত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠানে হোস্টেল থাকার সুবিধা নেই, তাদের ক্ষেত্রে HRA দেওয়া হয়। হোস্টেল থাকার সুবিধা থাকলে HRA দেওয়া হয় না।

এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটি, ম্যাটারনিটি লিভ সহ ছুটি ইত্যাদি UGC এর নিয়ম অনুসারে হয়।

ওবিসি শিক্ষার্থীদের জাতীয় ফেলোশিপের নির্বাচন পদ্ধতি (Selection Procedure for National Fellowship for OBC – NFOBC)

  • UGC-NET-JRF এবং CSIR-UGC-NET-JRF পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের নির্বাচিত করা হয়। পরীক্ষাটি বছরে ২ বার হয়।
  • পরীক্ষায় কোয়ালিফাই করার পর UGC স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের M. Phil. এবং Ph. D. কোর্সে ভর্তি হতে হতে হবে।
  • এই ফেলোশিপ দেওয়ার ক্ষেত্রে UGC -এর সিদ্ধান্তই চুড়ান্ত।

SHREYAS Scholarship 2021

কোন ক্ষেত্রে ফেলোশিপ বাতিল হয়?

  • ফেলোশিপের সময় সীমার মধ্যে নিম্নলিখিত ক্ষেত্রে ফেলোশিপ বাতিল হতে পারে –
  • ফেলোশিপ পাওয়ার অযোগ্য হলে।
  • মিথ্যা / ভুল / বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফেলোশিপ দাবী করলে।
  • বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে প্রতিকুল রিপোর্ট দিলে।
  • অসৎ আচরণ / অশোভন আচরণ করলে।
  • গবেষণার কাজে অ-সন্তোষজনক অগ্রগতি।
  • লেখা চুরি (Plagiarism) / অনৈতিক অনুশীলন।
  • এই ফেলোশিপ চলাকালীন অন্য কোনো উৎস থেকে পূর্বেই স্কলারশিপ / ফেলোশিপ পেয়ে থাকলে।
  • Phil. / Ph.D. চলাকালীন অন্য কোনো চাকুরীতে নিযুক্ত হলে।

Join Our Facebook Page

আরও পড়ুন – সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২১ | Sitaram Jindal Scholarship 2021

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Comment