স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ ২০২৩ | Swami Vivekananda Scholarship Scheme

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ প্রকল্পটি (Swami Vivekananda Merit Cum Means Scholarship বা SVMCM Scholarship Scheme) পশ্চিমবঙ্গ রাজ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর পর্যায়ে পড়াশোনা করতে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কিম।

কোন্‌ কোন্‌ কোর্সে পড়াশোনা করলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করা যাবে ?

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে ছাত্র-ছাত্রীকে নিম্নলিখিত যেকোনো একটিতে পড়াশোনা করতে হবে। তবে প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট মানদন্ড আছে।

উচ্চ-মাধ্যমিক স্তর (HS Level)

একাদশ (XI) এবং দ্বাদশ (XII) শ্রেণি (Regular Mode)

স্নাতক স্তর (Under Graduate Level)

বিজ্ঞান (Science) / কলা (Arts) / বাণিজ্য (Commerce), ইঞ্জিনিয়ারিং (Engineering), মেডিকেল (Medical) এবং প্রযুক্তিগত (Technical) / প্রফেশনাল (Professional) কোর্স

স্নাতকোত্তর স্তর (Post Graduate Level)

বিজ্ঞান (Science) / কলা (Arts) / বাণিজ্য (Commerce) ও প্রযুক্তিগত (Technical) / ম্যানেজমেন্ট (Management) কোর্স

অন্যান্য

রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত (State-aided) প্রতিষ্ঠানগুলি থেকে এম. ফিল (M. Phil) কোর্স এবং ডক্টরাল কোর্স (নন-নেট জুনিয়র রিসার্চ ফেলো এবং নেট-লেকচারারশিপ)

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

ইনকাম ক্রাইটেরিয়া

শিক্ষার্থীর বার্ষিক মোট পারিবারিক উপার্জন ২,৫০,০০০ টাকার বেশি হবে না।

অ্যাকাডেমিক মেরিট

  • উচ্চ-মাধ্যমিক (HS Level) – মাধ্যমিক পরীক্ষাতে কমপক্ষে ৬০% নম্বর। ঐচ্ছিক বিষয় থাকলে ঐচ্ছিক বিষয়ে পাশ নম্বর বাদে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষাবোর্ডের (West Bengal Board of Secondary Education) বাইরের প্রার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
  • স্নাতক স্তর (Under Graduate Level) – উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কমপক্ষে ৬০% নম্বর। পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ বা মাদ্রাসা শিক্ষা পরিষদ (West Bengal Council for Higher Secondary Education / Madrasa Siksha Parishad) এর পরীক্ষাতেUG (Arts), UG (Commerce), UG (Science) এর পৃথক মেধা তালিকা প্রস্তুত করা হবে।
  • স্নাতকোত্তর স্তর (Post Graduate Level) – প্রার্থীদের স্নাতক স্তরে অনার্স বিষয়ে কমপক্ষে ৫৩% নম্বর (শুধুমাত্র অনার্স বিষয়ে) সহ স্নাতক হতে হবে। বিবাহিত / অবিবাহিত কন্যাশ্রীর প্রাপকদের (K-২) ক্ষেত্রে ৪৫% নম্বর (মোটের উপর) হলেই হবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ প্রকল্পের আওতায় K-3 বৃত্তির জন্য আবেদন করা কন্যাশ্রী শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকাম শংসাপত্র (Income Certificate) এবং আয় হলফনামা (Income Affidavit) জমা দেওয়ার দরকার নেই।

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ আবেদন পদ্ধতি

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্কলারশিপ পোর্টালে অনলাইনে আবেদন করতে হয়। আবেদনের হার্ড কপি জমা দেওয়ার দরকার হয় না।

SVMCM Scholarship রিনিউয়াল

  • স্কলারশিপ রিনিউয়াল করা জন্য প্রথম প্রয়াসে পাসের মাধ্যমে পরবর্তী উচ্চশ্রেণীতে ভর্তির তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট বৃত্তি অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে হবে। (সেমিস্টার মোডের ক্ষেত্রে সমস্ত সেমিস্টার পরীক্ষাগুলি প্রথম প্রয়াসে পাস করা দরকার)।
  • উচ্চ-মাধ্যমিক স্তর ও স্নাতক স্তরে রিনিউয়ালের ক্ষেত্রে ন্যূনতম ৬০% নম্বর প্রয়োজন।
  • স্নাতকোত্তর স্তরে রিনিউয়ালের ক্ষেত্রে ন্যূনতম ৫০% নম্বর প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ প্রকল্পটিতে স্কলারশিপের টাকার পরিমান

DirectorateCourseMinimum Marks In Last Qualifying ExamScholarship Rate Per Month (Rs.)
DPIUG (Arts)60%1000/-
UG(Commerce)60%1000/-
UG (Science)60%1500/-
UG (Other Professional Courses, UGC Approved)60%1500/-
PG (Arts)SVMCM - 53% 2000/-
Kanyashree (K-3) - 45%
PG (Commerce)SVMCM - 53% 2000/-
Kanyashree (K-3) - 45%
PG (Science)SVMCM - 53% 2500/-
Kanyashree (K-3) - 45%
PG (Other Professional Courses, UGC Approved)53%2500/-
Non Net M. Phil. এবং Non Net Ph.DDate of Enrolment/Date of Registration not before 01.04.20175000/- এবং 8000/-
DSEHS60%1000/-
DTEUG (Engg.), PG (Engg.) And Other Professional Courses (AICTE Approved)UG:
1. 60%
2. 60% (WBSCT&VE&SD থেকে Diploma Course)
5000/-
PG: 55% ( রাজ্যের যেকোনো বিশ্ববিদ্যালয় / AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্নাতক)
DTE&TPolytechnic (Diploma Courses)60%1500/-
DMEUG (Medical-Degree) এবং Diploma Courses60%5000/- এবং 1500/-

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩ আবেদনের তারিখ

ধরণআরম্ভের তারিখশেষ তারিখ
নতুন আবেদন১২-০৭-২০২৩**
রিনিউয়্যাল১২-০৭-২০২৩**
নতুন কন্যাশ্রী (K3)****

আরও পড়ুন :

Leave a Comment