স্কলারশিপ

ঐক্যশ্রী স্কলারশিপ । Aikyashree Scholarship for Minority Students

ঐক্যশ্রী স্কলারশিপ 2021 (Aikyashree Scholarship for Minority Students) : 2019-2020 অর্থবর্ষ থেকে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ঐক্যশ্রী বৃত্তি চালু করেছে। নির্বাচিত শিক্ষার্থীদের বার্ষিক 33,000 টাকা পর্যন্ত বৃত্তির অর্থ দেওয়া হয়।

এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু শিক্ষার্থীদের আরও অনেক ছাত্রবৃত্তি দিয়ে থাকে যেমন –

  • স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস্ স্কলারশিপ (SVMCM) এবং
  • মেধাবি ছাত্রছাত্রীদের ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম (TSP)

সংখ্যালঘু – বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ

Table of Contents

ঐক্যশ্রী স্কলারশিপের ধরণ (Types Aikyashree Scholarship for Minority Students)

  1. প্রি ম্যাট্রিক স্কলারশিপ (Pre-Matric Scholarship) – প্রথম শ্রেণি (Class-I) থেকে দশম শ্রেণির (Class-X) ছাত্রছাত্রীদের জন্য
  2. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Post-Matric Scholarship) – একাদশ শ্রেণি (Class-XI) থেকে Ph.D এর  ছাত্রছাত্রীদের জন্য
  3. মেরিট কাম মিনস্‌ স্কলারশিপ (Merit-cum-Means Scholarships) – টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য

প্রি ম্যাট্রিক স্কলারশিপ (Pre-Matric Scholarship for Minority Students)

উদ্দেশ্য

  • সংখ্যালঘু শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ানো।
  • ড্রপ-আউট প্রতিরোধ করা।

সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য কারা আবেদন করতে পারে? (Who can apply for Pre-Matric Scholarship for Minority Students) :

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • রাজ্য / কেন্দ্র সরকারের কোনো শিক্ষাবোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত কোনো স্কুল / ইনস্টিটিউশনে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির মধ্যে কোনো একটি শ্রেণিতে অধ্যয়ন করতে হবে।
  • পূর্ববর্তী চূড়ান্ত পরীক্ষায় অন্ততপক্ষে 50% নম্বর বা সমমানের গ্রেড পেয়ে থাকতে হবে। (প্রথম শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য নয়)
  • বার্ষিক পারিবারিক আয় 2 লক্ষ টাকা বা তার চেয়ে কম হতে হবে।
  • পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রি-ম্যাট্রিক বৃত্তির জন্য যোগ্য হবে না।

প্রি ম্যাট্রিক স্কলারশিপ এর পরিমান (Scholarship Amount for Pre-Matric Scholarship for Minority Students)

ClassDay ScholarsHosteller
Admission fee & tuition feeMaintenance AllowanceTotalAdmission fee & tuition feeMaintenance AllowanceTotal
I to V011001100000
VI to X4400110055004400660011000

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Post-Matric Scholarship for Minority Students)

উদ্দেশ্য

সংখ্যালঘু শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা (higher education) চালিয়ে যাওয়ার জন্য উত্সাহিত করা।

সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য কারা আবেদন করতে পারে? (Who can apply for Post-Matric Scholarship for Minority Students)

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • রাজ্য / কেন্দ্র সরকারের কোনো শিক্ষাবোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত কোনো স্কুল / ইনস্টিটিউশনে অধ্যয়ন করতে হবে।
  • স্বীকৃত কোর্স – উচ্চ-মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণি), স্নাতক, স্নাতকোত্তর, এম ফিল, বি এড, আই টি আই , ডিপ্লোমা, পি এইচ ডি ইত্যাদি।
  • পূর্ববর্তী চূড়ান্ত পরীক্ষায় অন্ততপক্ষে 50% নম্বর বা সমমানের গ্রেড পেয়ে থাকতে হবে।
  • বার্ষিক পারিবারিক আয় 2 লক্ষ টাকা বা তার চেয়ে কম হতে হবে।
  • পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা পোস্ট-ম্যাট্রিক বৃত্তির জন্য যোগ্য হবে না।

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর পরিমান (Scholarship Amount for Post-Matric Scholarship for Minority Students)

ClassDay ScholarsHosteller
Admission fee & tuition feeMaintenance AllowanceTotalAdmission fee & tuition feeMaintenance AllowanceTotal
XI & XII77002500102007700420011900
XI & XII
(Technical &
vocational)
1100025001350011000420015200
Undergraduate & Post Undergraduate330033006600330063009600
M. Phil &33006000930033001320016500

মেরিট কাম মিনস স্কলারশিপ (Merit-cum-Means scholarship for Minority Students)

উদ্দেশ্য

শিক্ষার্থীদের কর্ম সংস্থানের সম্ভাবনা বৃদ্ধির জন্য পেশাদারি (professional) / কারিগরি (technical) কোর্সে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করা।

সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের মেরিট কাম মিনস স্কলারশিপ এর জন্য কারা আবেদন করতে পারে? (Who can apply for Merit-cum-Means Scholarship for Minority Students)

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক / স্নাতকোত্তর স্তরে টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন IIT, IIM, NIT, NIFT, IIFT ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • উচ্চ-মাধ্যমিক বা স্নাতক স্তরের পরীক্ষায় অন্ততপক্ষে 50% নম্বর পেয়ে থাকতে হবে।
  • বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ টাকা বা তার চেয়ে কম হতে হবে।
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা অথচ পশ্চিমবঙ্গের বাইরের West Bengal Minorities’ Development and Finance Corporation দ্বারা প্রকাশিত তালিকাভুক্ত ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য যোগ্য হবে।

মেরিট কাম মিনস স্কলারশিপ এর পরিমান (Scholarship Amount for Merit-cum-Means Scholarship for Minority Students)

ClassDay ScholarsHosteller
Admission fee & tuition feeMaintenance AllowanceTotalAdmission fee & tuition feeMaintenance AllowanceTotal
Medical,
Engineering,
Management,
Law,
CA etc.
courses
22000550027500220001100033000

ঐক্যশ্রী স্কলারশিপ 2021 এর জন্য  আবেদন পদ্ধতি (Application Procedure for Aikyashree Scholarship for Minority Students)

আবেদনকারীরা https://wbmdfcscholarship.org/ -এর মাধ্যমে আবেদন করতে পারবেন। নতুন অবেদনের শেষ তারিখ 31-01-2022 (15-12-2021).

ঐক্যশ্রী স্কলারশিপ নির্বাচন প্রক্রিয়া

যোগ্য শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এবং রাজ্য সরকার প্রদত্ত বাজেটে বরাদ্দের সাপেক্ষে বৃত্তি প্রদান করা হয়। রিনিউয়াল করার জন্য, আবেদনকারীকে তার আগের পরীক্ষায় অন্তত পক্ষে 50% নম্বর বা সমমানের গ্রেড পেয়ে থাকতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতার মানদণ্ডগুলি মেনে চলতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপ 2021 রিনিউয়াল Aikyashree Scholarship 2021

2021-2022 সালে বৃত্তি পাওয়া ছাত্রছাত্রীদের শুধুমাত্র রিন্যুয়াল বিভাগে https://wbmdfcscholarship.org/-এর মাধ্যমে আবেদন করতে হবে। অবেদনের শেষ তারিখ 31-01-2022 (15-12-2021).

একনজরে ঐক্যশ্রী স্কলারশিপ 2021

স্কলারশিপের নাম ঐক্যশ্রী স্কলারশিপ
বর্ষ2021-2022
আবেদন আরম্ভ15-08-2021
আবেদন শেষ31-01-2022 (15-12-2021)
কারা আবেদন যোগ্যপশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্র-ছাত্রী
স্কলারশিপের পরিমানসর্বোচ্চ 33,000 টাকা
যোগ্যতাপ্রথম শ্রেণি থেকে পি এইচ ডি
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbmdfcscholarship.org/

FAQ

1) ঐক্যশ্রী স্কলারশিপে কোন সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে?

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ)

2) ঐক্যশ্রী স্কলারশিপ 2021 এর আবেদনের শেষ তারিখ কবে?

31-01-2022

আরও পড়ুন –

প্রগতি স্কলারশিপ ২০২১

ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন ২০২১-২০২২ : New Update

Admin

Recent Posts

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

4 days ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

4 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

5 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago