Centralized Web Based UG Online Admission Portal (UG Admission 2023-2024) : রাজ্যের সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া হবে একটিই পোর্টালের মাধ্যমে! বড় পরিবর্তনের বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের।
উচ্চ-শিক্ষা দফতর (Higher Education Department) অনুমোদিত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে (UG) ভর্তির জন্য চালু হচ্ছে একটি কেন্দ্রীয় পোর্টাল। তাই এ বার বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আলাদা ভাবে আবেদন করার দিন শেষ হতে চলেছে। 2023-2024 শিক্ষাবর্ষ থেকেই এই পোর্টালের মাধ্যমেই স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবে উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণরা।
এতদিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া অনলাইনে হলেও প্রত্যেক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল নিজস্ব পোর্টাল। সেক্ষেত্রে প্রতিটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন করতে হত এবং নির্ধারিত ফি দিতে হত।
শুধু তাই নয়, কলেজভেদে ভর্তির আবেদনের সময়সীমা আলাদা হত। ফলে অনেকক্ষেত্রে একজনকে একাধিক কলেজে ভর্তি হয়ে থাকতে হত এবং ভর্তির ফি দিতে হত।
একজনক একাধিক কলেজে ভর্তি হওয়ার দরুণ বহু কলেজে অনেক আসন খালিও থেকে যেত। তাই আসন ভর্তির ক্ষেত্রে সমস্যা হত। পাশাপাশি পড়ুয়ারা ভর্তির ফি ফেরত পাওয়া সহ নানা সমস্যার সম্মুখীন হত।
এই সব বিষয় নজরে রেখেই কেন্দ্রীয় পোর্টাল তৈরির কথা ভেবেছে রাজ্য সরকার। 2023-2024 শিক্ষাবর্ষ থেকেই তা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Table of Contents
কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টালের (Centralized Web Based UG Online Admission Portal) সুবিধা
- নতুন সিস্টেমের অংশ হিসাবে, একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি পোর্টালে লগ ইন করার পরিবর্তে একটি একক পোর্টালে লগ ইন করার মাধ্যমে যেকোন রাষ্ট্র-চালিত বা সাহায্যপ্রাপ্ত কলেজ/বিশ্ববিদ্যালয়ে UG কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারে।
- এই পোর্টালের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে।
- একজন শিক্ষার্থীকে পছন্দের কলেজে ভর্তির জন্য একাধিক কলেজে সিট বুকিং করতে হবে না। ফলে তাদেরকে একাধিক প্রতিষ্ঠানে ভর্তির ফি দিতে হবে না।
- কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি সর্বোচ্চ সংখ্যক সিট খুব সহজে পূরণ হবে।
- সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি রাজ্যের উচ্চ শিক্ষা দফতর নিয়ন্ত্রন করবে।
কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল (UG Online Admission Portal) সম্পর্কিত কিছু কথা
- পোর্টালটি দেখভাল ও রক্ষণাবেক্ষণ করবে West Bengal State Council of Higher Education
- ভর্তির সময় সংসদের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদন ফি এবং ভর্তি ফি জমা দিতে হবে।
- ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার এক মাসের মধ্যে সংসদ সংশ্লিষ্ট কলেজ / বিশ্ববিদ্যালয়কে ভর্তির টাকা পাঠিয়ে দেবে।
- Centralized Web Based Online Admission Portal এর জন্য খরচ বহন করবে West Bengal State Council of Higher Education.
কোন ধরণের কলেজ / বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল এর আওতায় আসবে?
উচ্চ শিক্ষা বিভাগ তার বিবেচনার ভিত্তিতে কোনো কোর্স বা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ভর্তি পোর্টালের আওতার বাইরে রাখতে পারে।
পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদিত রাজ্য-চালিত এবং সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক কোর্সের জন্য ভর্তি এই কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল দ্বারা হবে।
কোন ধরণের কলেজ / বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল এর আওতায় আসবে না?
বর্তমানে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির ভর্তি এই পোর্টালের মাধ্যমে হবে না।
1) স্বায়ত্তশাসিত কলেজ (Autonomous College), সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান / কলেজ (Minority Educational Institute / College), প্রশিক্ষণ কলেজ (Training College), আইন কলেজ (Law College)
2) চারুকলা (Fine Arts & Performing Arts), কারুশিল্প (Crafts), নৃত্য (Dance) ও সঙ্গীত (Music) ইত্যাদি কোর্স করায় এমন কলেজ / বিশ্ববিদ্যালয়।
3) ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং ও মেডিকেল কলেজ।
4) স্ব-অর্থায়নকারী (Self-financing) এবং বেসরকারি কলেজ (Private College)।
তবে এই ধরণের প্রতিষ্ঠানগুলি যেকোনো সময় কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টাল এর আওতায় আসতে পারে।
ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম | West Bengal Student Credit Card Scheme in Bengali – WBSCCS
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও