‘চোখের আলো’ প্রকল্প | Chokher Alo Scheme

‘চোখের আলো’ প্রকল্প (Chokher Alo Scheme) হল সবার জন্য  চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করতে রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প ।

চোখের আলো প্রকল্পের (Chokher Alo Scheme) উদ্দেশ্য

  • নবীন থেকে প্রবীণ সবার চোখের চিকিত্সা ও অন্ধত্ব প্রতিরোধ করা।
  • 2025 সালের মধ্যে ‘আই হেলথ ফর অল’ (Eye Health for All by 2025)।

চোখের আলো প্রকল্পের (Chokher Alo Scheme) সুবিধা

  • সম্পূর্ণ বিনামূল্যে বয়স্কদের ছানি অপারেশন করা। রাজ্যে 20 লাখ মানুষের সম্পূর্ণ বিনা মূল্যে ছানি অপারেশন করা হবে আগামী 5 বছরে।
  • দরিদ্রদের জন্য দেওয়া হবে বিনামূল্যে চশমা। 8 লক্ষ 25 হাজার চশমা বিনামূল্যে বিতরন করা হবে।
  • সরকারি স্কুলের পড়ুয়াদেরও বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা। প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হবে। মোট 4 লাখ ছাত্রছাত্রী বিনামূল্যে চশমা পাবে।
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও  শিশুদের  চক্ষু পরীক্ষার ব্যবস্থা হবে।

কবে চালু হবে ওই প্রকল্প?

মঙ্গলবার থেকে অর্থাৎ 05-01-2021 তারিখ থেকে রাজ্যের 1200 টি গ্রাম পঞ্চায়েত ও শহরের 120 টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চোখের আলো প্রকল্প শুরু হয়ে যাবে। পরে সব গ্রাম পঞ্চায়েত ও শহরকে চোখের আলো প্রকল্পের আওতায় আনা হবে।

কারা চোখের আলো প্রকল্পের অধীনে আসতে পারবে?

শুধু বয়স্করাই নন, চোখের আলো প্রকল্পের আওতায় সবার জন্যই চোখের চিকিৎসার সুবিধা থাকছে।

প্রকল্পটি কতদিন ধরে চলবে ?

চোখের আলো প্রকল্পটি আগামী 5 বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত।

সোমবার নবান্নে চোখের আলো প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

# Chokher Alo Prakolpo

আরও সরকারী প্রকল্প সম্বন্ধে জানতে ভিজিট করুন – https://www.banglaweb.in/category/govt-scheme/

Leave a Comment