পশ্চিমবঙ্গের তপশিলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে JEE / NEET ২০২৩ এর কোচিং

JEE / NEET ২০২৩ এর বিনা মূল্যে কোচিং : আবেদন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি, জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র

রাজ্যের তপশিলী জাতি (SC) ও আদিবাসী (ST) সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে JEE (Joint Entrance Examination) / NEET (National Eligibility Cum Entrance Test) এর জন্য কোচিং এর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ। 

এই প্রশিক্ষণের রূপায়ণের দায়িত্বে আছে NCSM (National Computer Saksharta Mission)

আবেদনকারীর নূন্যতম যোগ্যতা

দ্বাদশ শ্রেণীর (XII) বিজ্ঞান বিভাগে / স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঠরত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৬০% (SC দের ক্ষেত্রে) / ৫০% (ST দের ক্ষেত্রে) নম্বর প্রয়োজন।

পরিবারের বার্ষিক আয় অনুর্দ্ধ ৩,০০,০০০/- টাকা (SC দের ক্ষেত্রে) অথবা ৩,০০,০০০/- টাকা (ST দের ক্ষেত্রে) হতে হবে।

স্টাইপেন্ডের পরিমান

৩০০ টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের তারিখ

আবেদন আরম্ভের তারিখ০৫-০৮-২০২২
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ২৭-০৮-২০২২

বিনা মূল্যে JEE / NEET ২০২৩ এর কোচিং জন্য আবেদন পদ্ধতি

অফলাইন পদ্ধতি

১) আবেদন পত্র সংগ্রহ : আবেদনপত্রটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাওয়া যাবে। এছাড়াও www.wbbcdev.gov.in এ পাওয়া যাবে।

বিনা মূল্যে JEE / NEET ২০২৩ এর কোচিং এর আবেদন পত্র ডাউনলোড করতে ক্লিক করুন

২) আবেদন পত্র পূরণ : আবেদনপত্রটি ইংরেজিতে বড় হাতের অক্ষরে (Block Letters) পূরন করতে হবে।

৩) আবেদন পত্র জমা : নিম্নে দেওয়া কাগজপত্রসহ পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা দিতে হবে।

অনলাইন পদ্ধতি

আবেদনের আগে যে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করতে হবে

ডকুমেন্টফর্মাট সর্বোচ্চ সাইজ
রঙিন পাসপোর্ট ছবিJPEG/JPG/PNG1 MB
মাধ্যমিক / উচ্চ-মাধ্যমিকের মার্কশীটpdf1 MB
SC / ST সার্টিফিকেটpdf1 MB
পারিবারিক আয়ের ঘোষণাপত্রpdf1 MB

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন

অফলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে কী কী জমা দিতে হবে?

  • পাসপোর্ট মাপের ছবি – ১ টি
  • মাধ্যমিক / উচ্চ-মাধ্যমিকের মার্কশীটের জেরক্স
  • SC / ST সার্টিফিকেটের জেরক্স
  • আধার কার্ডের জেরক্স
  • ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স
  • পারিবারিক আয়ের ঘোষণাপত্র (আবেদন পত্রের সঙ্গে দেওয়া আছে)

জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র

বিনা মূল্যে JEE / NEET ২০২৩ এর কোচিং প্রশিক্ষণ কেন্দ্র

যোগাযোগের নম্বর

৭৫০৩৭৪০০৭৫ / ৯৪৩৪৯০০২০০

এছাড়াও প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রের মোবাইল নম্বর আছে।

একনজরে তপশিলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে JEE / NEET ২০২৩ এর কোচিং

প্রকল্পের নামবিনা মূল্যে JEE / NEET ২০২৩ এর কোচিং
আবেদনকারীদ্বাদশ শ্রেণীর (XII) বিজ্ঞান বিভাগে / স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঠরত SC ও ST ছাত্র-ছাত্রী
স্টাইপেন্ডপ্রতি মাসে ৩০০ টাকা
আবেদনের মোডঅফলাইন
আবেদন আরম্ভের তারিখ০৫-০৮-২০২২
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ২৭-০৮-২০২২

FAQ

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তারিখ কবে?

২৭-০৮-২০২২

NCSM এর দ্বারা সংঘটিত কোচিং ক্লাসের মধ্যে অন্ততপক্ষে কতগুলি ক্লাস করতে হবে?

৮০%

আরও পড়ুনঃ

অগ্নিপথ স্কিম ২০২২ | Agnipath Scheme in Bengali Agniveer Recruitment 2022

Leave a Comment