সরকারি প্রকল্প

জয় জোহার প্রকল্প – তপশিলি উপজাতির (ST) মানুষদের মাসিক ১,০০০ টাকা পেনশন | Jai Johar

জয় জোহার প্রকল্প (Jai Johar Scheme) হল ৬০ বছর বা তার ওপরের তপশিলি উপজাতির বা আদিবাসী (ST) সম্প্রদায়ের মানুষদের জন্য মাসিক পেনশন প্রকল্প।

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর (Tribal Development Department) পরিচালনা করে।

এটি ০১-০৪-২০২০ থেকে চালু হয়েছে। 

জয় জোহার পেনশন প্রকল্পে আবেদন যোগ্যতা

১) আবেদনকারীকে তপশিলি উপজাতির বা আদিবাসী (ST) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।

২) বয়স ৬০ বছর বা ৬০ বছরের বেশি হতে হবে। বয়স নির্ধারিত হবে আবেদনের দিন থেকে।

৩) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪) অন্য কোনো সুরক্ষামূলক প্রকল্পে বা অন্য কোনো সংস্থা থেকে বা সরকারি পেনশন পেয়ে থাকলে জয় জোহার পেনশন প্রকল্পে আবেদন যোগ্য নয়।

৫) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

জয় জোহার পেনশন প্রকল্পে পেনশনের পরিমাণ

মাসিক পেনশনের পরিমাণ ১,০০০ টাকা। সাধারণভাবে দু’মাসের পেনশন একসঙ্গে দেওয়া হয়।

জয় জোহার প্রকল্পে আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদন

অফলাইনে আবেদনের জন্য, গ্রামীণ এলাকার ক্ষেত্রে B.D.O. অফিস / মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে S.D.O অফিস / কোলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। তা যথাযথভাবে পূরণ করে কাগজপত্রসহ ঐ অফিসেই জমা দিতে হয়।

অনলাইনে আবেদন

আবেদনকারী jaibangla.wb.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারে।

দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন

দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম নিয়ে পূরণ করে ঐ ক্যাম্পেই জমা দিয়ে আবেদন করা যায়।

জয় জোহার প্রকল্পে পেনশন পেতে কী কী কাগজ লাগে?

  • পাসপোর্ট মাপের ছবি
  • জাতিগত শংসাপত্রের (Caste Certificate) জেরক্স। না থাকলে বাবার দিকের আত্মীয়ের জাতিগত শংসাপত্র যাতে করে আবেদনকারী যে তপশিলি উপজাতিভুক্ত (ST) তা বোঝা যায়। পরবর্তীতে জাতিগত শংসাপত্র জমা দিতে হবে।
  • ডিজিটাল রেশন কার্ডের (Ration Card) জেরক্স
  • বয়সের প্রমাণপত্রে জেরক্স
  • আধার কার্ডের (Aadhaar Card) জেরক্স, যদি থাকে
  • ভোটার কার্ডের (EPIC) জেরক্স
  • স্থায়ী বাসিন্দার শংসাপত্র (Residential Certificate)
  • ব্যাঙ্ক পাসবুকের (Bank Passbook) প্রথম পাতার জেরক্স

প্রতিটি জেরক্সে আবেদনকারীকে স্বাক্ষর (Self Attested) করতে হবে

পেনশন কীভাবে পাওয়া যায়?

পেনশনের টাকা নগদে দেওয়া হয় না। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (DBT) পাঠানো হয়।

একনজরে জয় জোহার প্রকল্প

প্রকল্পের নামজয় জোহার
প্রদানকারী কর্তৃপক্ষআদিবাসী উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
সুবিধাভোগীপশ্চিমবঙ্গের ৬০ বছর বা তার ওপরের তপশিলি উপজাতির (ST) মানুষ
সুবিধামাসিক ১,০০০ টাকা ভাতা
অফিসিয়াল ওয়েবসাইটwww. jaibangla.wb.gov.in

আরও পড়ুনঃ

banglaweb

View Comments

Recent Posts

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

3 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

4 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago

আদিত্য এল ১ (Aditya L1) :ভারতের প্রথম সূর্য অভিযান (ISRO)

আদিত্য এল ১ (Aditya L1) :ভারতের প্রথম সূর্য অভিযান (ISRO) সূর্য সৌরজগতের নিকটতম এবং বৃহত্তম…

8 months ago