স্কলারশিপ

প্রাণীপালনে কিষান ক্রেডিট কার্ড | KCC-AH in Bengali

প্রাণীপালনে কিষান ক্রেডিট কার্ড (KCC-AH) উদ্দেশ্য, ঋণের পরিমাণ, যোগ্যতা, সুদের হার, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে কৃষিকাজের সাথে প্রাণীপালনের জন্য কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদে আর্থিক সাহায্য বা লোন প্রদান করে।

এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের একটি স্কিম।

প্রকল্পটির উদ্দেশ্য

প্রাণীপালকরা গাভীপালন, মুরগীর ফার্ম, ছাগ ও শূকর পালনে নিত্যনৈমিত্তিক / দৈনন্দিন খরচ (Working Capital) যেমন – খাবার খরচ, বীমা, লেবার (শ্রম), চিকিৎসা ও টীকা এবং বিদ্যুৎ ইত্যাদি বাবদ খরচের জন্য ঋণ দেওয়া।

কারা এই প্রকল্পে ঋণ পেতে পারেন

যেকোনো প্রাণীপালক (যাদের ব্যাঙ্কে অনাদায়ী ঋণ নেই), দুধ সমিতির সদস্যরা এবং কৃষিকাজের জন্য যারা ইতিমধ্যে এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন এমন প্রাণীপালকরাও এই প্রকল্পের ঋণ পেতে পারেন।

প্রাণীপালনে কিষান ক্রেডিট কার্ড সুদের হার

সাধারণত ৭% (সাত শতাংশ)। তবে একটি উৎপাদন চক্রের মধ্যে। সঠিক সময়ের মধ্যে টাকা পরিশোধ করলে আরও ৩% (তিন শতাংশ) ভর্তুকী পাওয়া যায়।

প্রাণীপালনে কিষান ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ

এই প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক থেকে নিম্নলিখিত হারে ঋণ পেতে পারেন –

ক) দুটি গাভী (সংকর / উন্নত) থাকলে পালন বাবদ ৬৭,০০০/- টাকা।

খ) ১,০০০ পাখির পোল্টী (ব্রয়লার) ফার্ম থাকলে চালানোর খরচ বাবদ ১,৭৫,০০০/- টাকা।

গ) ১০ টি ছাগল থাকলে পালন বাবদ ২০,০০০/- টাকা।

ঘ) ৪ টি শুকর (সম্ভ/ ঘুঙ) থাকলে পালন বাবদ ৪১,৬৮০/- টাকা।

মনে রাখতে হবে, এই খাতে ঋণ কেবলমাত্র প্রাণীপালনের দৈনন্দিন, খরচ চালানোর জন্য – প্রাণী কেনার জন্য নয়।

আবেদন পদ্ধতি

সরকারের পক্ষ থেকে যে দুয়ারে সরকার শিবির হয় সেই শিবিরে যোগাযোগ করতে হবে। আবেদনপত্র শিবির থেকে সংগ্রহ করে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে নিম্মলিখিত নথি জমা করতে হবেঃ

  • ১) আবেদনকারীর পাসপোর্ট ছবি – ২ কপি;
  • ২) আধার কার্ডের জেরক্স
  • ৩) ভোটার কার্ডের জেরক্স
  • ৪) ব্যাঙ্কের পসবইয়ের জেরক্স
  • ৫) জমির তথ্য (নিজ / লিজ নেওয়া);
  • ৬) জমির পরচার জেরক্স
  • ৭) মোবাইল নম্বর
  • ৮) অন্যান্য

প্রত্যেকটি নথি স্ব-প্রত্যয়িত (Self-Attested) হতে হবে।  

আরও পড়ুন

Admin

Recent Posts

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি – সম্পূর্ণ গাইডলাইন

উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…

5 days ago

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

4 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

5 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago