ন্যাশনাল মিন্‌স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর তারিখ পরিবর্তন | NMMSE 2021 Latest News

NMMSE 2021 এর জন্য পুনরায় আবেদন করা যাবে। তবে কি সবাইকে আবেদন করতে হবে?

কবে হবে পরীক্ষা?

২০২১ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির (VIII) ছাত্রছাত্রীরা ন্যাশনাল মিন্‌স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর জন্য আবেদনযোগ্য। সর্বনিম্ন নম্বরের কোনো বাধা ছিল না। শুধুমাত্র পিতামাতার বার্ষিক আয় ১,৫০,০০০ টাকার কম হলেই আবেদন করা যায়।

ন্যাশনাল মিন্‌স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর পরীক্ষার তারিখ (NMMSE 2021 Exam Date)

ন্যাশনাল মিন্‌স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১ (NMMSE 2021) ১৬-০১-২০২২ হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষাটি ১৬-০১-২০২২ তারিখের পরিবর্তে ২০-০২-২০২২ তারিখ হবে।

ন্যাশনাল মিন্‌স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১ এর আবেদনের তারিখ (NMMSE 2021 Application Last Date)

NMMSE ২০২১ এর আবেদনের শেষ তারিখ ৩০-১১-২০২১ থেকে বেড়ে ০৭-১২-২০২১ হয়েছিল। কিন্তু আবেদনপত্র এডিট এবং ফাইনালাইজ করার শেষ তারিখ ছিল ১৩-১২-২০২১।

আবার নতুন ভাবে আবেদন করা যাবে ৩০-১২-২০২১ তারিখ থেকে। নতুন আবেদন চলবে ০৮-০১-২০২২ পর্যন্ত।

জেলা পরিদর্শকের আফিস দ্বারা আবেদনপত্র ভেরিফিকেশন চলবে ৩০-১২-২০২১ থেকে ০৯-০১-২০২২ তারিখ পর্যন্ত। আবেদনে ভুল থাকলে বা আবেদনপত্র রিজেক্ট হলে বা আনলক করতে হলে তা ১০-০১-২০২২ তারিখ থেকে ১২-০১-২০২২ তারিখের মধ্যে করতে হবে।

অন্যান্য পরিবর্তন

০৭-১২-২০২১ তারিখ পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী আবেদন করেছিল এবং আবেদনপত্রটি সফলভাবে গৃহীত হয়েছিল তাদের পুনরায় আবেদন করতে হবে না। যদি আবেদন করে তবে তার আবেদন বাতিল বলে গন্য করা হবে। কোনো ছাত্রছাত্রী যেন পুনরায় আবেদন না করে সেই বিষয়ে বিদ্যালয়ের প্রধানকে নজরে রাখতে হবে।

পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সমস্ত তথ্য যেমন পরীক্ষার ধরণ, সিলেবাস ইত্যাদি অপরিবর্তিত থাকবে।

বিস্তারিত জানুনঃ ন্যাশনাল মিন্‌স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষা ২০২১

Leave a Comment