অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ – প্র্যাকটিস সেট

অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ | প্র্যাকটিস সেট

বল ও চাপ ( সেট – 1 )

/15
46

অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান

অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ – প্র্যাকটিস সেট – 1

মোট প্রশ্নসংখ্যা – 15

সন্তোষজনক স্কোর – 25%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 15

1) একটি বস্তকে কোনো তরলে নিমজ্জিত করলে কখন বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে? যখন –

2 / 15

2) সমোচ্চশীলতা ধর্ম দেখা যায় –

3 / 15

3) তরলের চাপ ক্রিয়া করে –

4 / 15

4) বায়ুতে ও জলে এক টুকরো সম্পূর্ণ নিমজ্জিত পিতলের ওজন যথাক্রমে 175 গ্রাম-ভার এবং 150 গ্রাম-ভার। জলের ঘনত্ব 1 গ্রাম/ঘনসেমি হলে, পিতলের টুকরোর আয়তন হবে –

5 / 15

5) তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা –

6 / 15

6) ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল –

7 / 15

7) একটি 12.3 মিটার উঁচু নল নিয়ে জল ভরতি করা হল। এক্ষেত্রে জলের চাপ ও বায়ুর চাপ সমান হলে নলের ভিতরে জলের উচ্চতা প্রায় –

8 / 15

8) তুমি চাঁদে গেলে। তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে –

9 / 15

9) যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, নীচের কোনটি ভাসনের শর্ত?

10 / 15

10) প্লবতা হল কোনো বস্তুর ওপর তরলের দেওয়া –

11 / 15

11) পাত্রে তরলের গভীরতা যত বাড়বে তরলের চাপ তত –

12 / 15

12) সমান আয়তনের দুটি নিরেট বলের একটির গায়ে লেখা আছে A ও অনাটির গায়ে লেখা আছে B। কিন্তু A বলের উপাদানের ঘনত্ব B বলের ঘনত্বের তুলনায় বেশি। দুটি বলকেই জলে সম্পূর্ণ পরিমাণ ডোবানো হল। তাহলে কোন্ উক্তিটি সঠিক?

13 / 15

13) দুটি তলের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া বল যত বেশি হবে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত –

14 / 15

14) স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয় –

15 / 15

15) বায়ুর চাপ জলকে তুলতে পারে –

Your score is

0%

বল ও চাপ ( সেট – 2 )

/15
34

অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান

অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ – প্র্যাকটিস সেট – 2

মোট প্রশ্নসংখ্যা – 15

সন্তোষজনক স্কোর – 25%

নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন

1 / 15

1) সর্বমুখী চাপ দেয় –

2 / 15

2) স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান –

3 / 15

3) 1 কেজি-ভার = ___ নিউটন?

4 / 15

4) বায়ুর চাপ জলকে তুলতে পারে –

5 / 15

5) জলের ঘনত্ব হল –

6 / 15

6) স্প্রিং তুলায় কোনো ভর না ঝোলালে স্প্রিং-এর ওপর প্রয়োগ করা নিম্নমুখী বল হবে –

7 / 15

7) টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় আছে। বইটি স্থির থাকার কারণ –

8 / 15

8) SI-তে অভিকর্ষজ ত্বরণের মান –

9 / 15

9) ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে –

10 / 15

10) স্প্রিং তুলাযন্ত্র তৈরির মূলনীতি হল –

11 / 15

11) চাপ = P, বল = F, ক্ষেত্রফল = A হলে, P = ?

12 / 15

12) ঘর্ষণ বল তৈরি হওয়ার জন্য কমপক্ষে কটি তল প্রয়োজন?

13 / 15

13) বল = F, ভর = m এবং ত্বরণ = a হলে নিউটনের সূত্রানুযায়ী –

14 / 15

14) কোনো বস্তু থেমে থাকলে বুঝতে হবে বস্তুটির ওপরে ক্রিয়াশীল বলগুলির যোগফল –

15 / 15

15) কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব মাপার জন্য মাপতে হয় –

Your score is

0%

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Comment