অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ – প্র্যাকটিস সেট September 4, 2021 by Admin অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ | প্র্যাকটিস সেট বল ও চাপ ( সেট – 1 ) /15 46 অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ – প্র্যাকটিস সেট – 1 মোট প্রশ্নসংখ্যা – 15 সন্তোষজনক স্কোর – 25% নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন 1 / 15 1) একটি বস্তকে কোনো তরলে নিমজ্জিত করলে কখন বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে? যখন – a) প্লবতা বল < বস্তুর ওজন b) বস্তুর ওজন + বায়ুর চাপ > প্লবতা বল c) প্লবতা বল = বস্তুর ওজন d) প্লবতা বল > বস্তর ওজন 2 / 15 2) সমোচ্চশীলতা ধর্ম দেখা যায় – a) সমস্ত পদার্থের b) তরল পদার্থের c) গ্যাসীয় পদার্থের d) কঠিন পদার্থের 3 / 15 3) তরলের চাপ ক্রিয়া করে – a) সবদিকে সমানভাবে b) শুধু নীচের দিকে c) শুধু উপরের দিকে d) শুধু পাশের দিকে 4 / 15 4) বায়ুতে ও জলে এক টুকরো সম্পূর্ণ নিমজ্জিত পিতলের ওজন যথাক্রমে 175 গ্রাম-ভার এবং 150 গ্রাম-ভার। জলের ঘনত্ব 1 গ্রাম/ঘনসেমি হলে, পিতলের টুকরোর আয়তন হবে – a) 1 ঘনসেমি b) 25 ঘনসেমি c) 325 ঘনসেমি d) 7/6 ঘনসেমি 5 / 15 5) তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা – a) কিছু পরিবর্তন হবে না b) কম হবে c) প্রথমে বাড়বে পরে কমবে d) বেশি হবে 6 / 15 6) ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল – a) বিপরীত b) সমান ও বিপরীত c) অসমান ও বিপরীত d) সমান 7 / 15 7) একটি 12.3 মিটার উঁচু নল নিয়ে জল ভরতি করা হল। এক্ষেত্রে জলের চাপ ও বায়ুর চাপ সমান হলে নলের ভিতরে জলের উচ্চতা প্রায় – a) 2 মি কমে যাবে b) 3 মি কমে যাবে c) 1 মি কমে যাবে d) 10 মি কমে যাবে 8 / 15 8) তুমি চাঁদে গেলে। তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে – a) স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি b) 10.3 সেমি উঁচু পারদস্তম্ভের চাপের সমান c) 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান d) শূন্য 9 / 15 9) যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার ওপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, নীচের কোনটি ভাসনের শর্ত? a) W1 = W2 b) W1 < W2 c) W1 ≠ W2 d) W1 > W2 10 / 15 10) প্লবতা হল কোনো বস্তুর ওপর তরলের দেওয়া – a) নিম্নমুখী বল b) সর্বমুখী বল c) উর্ধ্বমুখী বল d) সমান্তরাল বল 11 / 15 11) পাত্রে তরলের গভীরতা যত বাড়বে তরলের চাপ তত – a) প্রথমে বাড়বে পরে কমবে b) কম হবে c) কিছু পরিবর্তন হবে না d) বেশি হবে 12 / 15 12) সমান আয়তনের দুটি নিরেট বলের একটির গায়ে লেখা আছে A ও অনাটির গায়ে লেখা আছে B। কিন্তু A বলের উপাদানের ঘনত্ব B বলের ঘনত্বের তুলনায় বেশি। দুটি বলকেই জলে সম্পূর্ণ পরিমাণ ডোবানো হল। তাহলে কোন্ উক্তিটি সঠিক? a) A ও B-র উপর একই পরিমাণ প্লবতা বল কাজ করে b) B-র উপর ক্রিয়াশীল প্লবতা বলের মানের থেকে A-র উপর ক্রিয়াশীল প্লবতা বলের মান বেশি c) A-র উপর ক্রিয়াশীল প্লবতা বলের মানের থেকে B-র উপর ক্রিয়াশীল প্লবতা বলের মান বেশি d) A ও B-এর উপর কোনো প্লবতা বল কাজ করে না 13 / 15 13) দুটি তলের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া বল যত বেশি হবে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত – a) একই হবে b) বেশি হবে c) নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ার পর কমবে d) কম হবে 14 / 15 14) স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয় – a) ভর b) ত্বরণ c) ওজন d) চাপ 15 / 15 15) বায়ুর চাপ জলকে তুলতে পারে – a) 10.3 মিটার b) 12.3 মিটার c) 78 মিটার d) 76 মিটার Your score is 0% বল ও চাপ ( সেট – 2 ) /15 34 অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান অষ্টম শ্রেণি – ভৌত বিজ্ঞান – বল ও চাপ – প্র্যাকটিস সেট – 2 মোট প্রশ্নসংখ্যা – 15সন্তোষজনক স্কোর – 25% নিচে দেওয়া তথ্যগুলি পূরণ করুন 1 / 15 1) সর্বমুখী চাপ দেয় – a) কাঠের ব্লক b) তরল c) কঠিন d) সবকটি 2 / 15 2) স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান – a) বেশি হয় b) শূন্য হয় c) কম হয় d) একই থাকে 3 / 15 3) 1 কেজি-ভার = ___ নিউটন? a) 9.8 b) 1.0 c) 10 d) 9.9 4 / 15 4) বায়ুর চাপ জলকে তুলতে পারে – a) 10.3 মিটার b) 78 মিটার c) 12.3 মিটার d) 76 মিটার 5 / 15 5) জলের ঘনত্ব হল – a) 1 কেজি প্রতি মিটার b) 1 কেজি প্রতি লিটার c) 1 কেজি প্রতি ঘনমিমি d) 1 কেজি প্রতি ঘনসেমি 6 / 15 6) স্প্রিং তুলায় কোনো ভর না ঝোলালে স্প্রিং-এর ওপর প্রয়োগ করা নিম্নমুখী বল হবে – a) এক b) দুই c) তিন d) শূন্য 7 / 15 7) টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় আছে। বইটি স্থির থাকার কারণ – a) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ওপরস্পরের বিপরীতমুখী b) বইটির ওপর কোনো বল কাজ করছে না c) বস্তুর ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ার চেয়ে বেশি d) বইটির তলদেশে টেবিলের দেওয়া কোনো ঘর্ষণ বল কাজ না করার জন্য 8 / 15 8) SI-তে অভিকর্ষজ ত্বরণের মান – a) 9.8 m/s2 b) 98 m/s2 c) 0.98 m/s2 d) 980 m/s2 9 / 15 9) ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে – a) সমান্তরালে ক্রিয়া করে b) 45°কোণে ক্রিয়া করে c) লম্বভাবে ক্রিয়া করে d) 90°কোণে ক্রিয়া করে 10 / 15 10) স্প্রিং তুলাযন্ত্র তৈরির মূলনীতি হল – a) বল প্রয়োগে স্প্রিং-এর সংকোচন b) বল ও স্প্রিং-এর অবস্থান c) বল প্রয়োগে স্প্রিং-এর প্রসারণ d) স্প্রিং দ্বারা বল সৃষ্টি 11 / 15 11) চাপ = P, বল = F, ক্ষেত্রফল = A হলে, P = ? a) F/A b) F×A c) F+A d) F-A 12 / 15 12) ঘর্ষণ বল তৈরি হওয়ার জন্য কমপক্ষে কটি তল প্রয়োজন? a) তিনটি b) দুটি c) চারটি d) একটি 13 / 15 13) বল = F, ভর = m এবং ত্বরণ = a হলে নিউটনের সূত্রানুযায়ী – a) F=m-a b) F = m×a c) F = m+a d) F = m/a 14 / 15 14) কোনো বস্তু থেমে থাকলে বুঝতে হবে বস্তুটির ওপরে ক্রিয়াশীল বলগুলির যোগফল – a) এক b) শূন্য c) দুই d) অসীম 15 / 15 15) কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব মাপার জন্য মাপতে হয় – a) অতিক্রান্ত দুরত্ব b) গতি c) ত্বরণ d) সরণ Your score is 0% আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও WhatsApp Facebook Telegram