স্কলারশিপ

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ ২০২২-২০২৩ | Scholarship for Poor & Meritorious SC/ST Students

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ ২০২২-২০২৩ (Scholarship for Poor & Meritorious SC/ST Students) – আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, কতজনকে স্কলারশিপ দেওয়া হবে তা নিয়ে লেখা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে ২০২২ সালে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত SC ও ST সম্প্রদায়ের গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হবে।

এই স্কলারশিপকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে –

  • ১) পঞ্চম থেকে দশম শ্রেণির SC ও ST ছাত্রীদের জন্য স্কলারশিপ
  • ২) নবম থেকে দ্বাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ

১) পঞ্চম থেকে দশম শ্রেণির SC ও ST ছাত্রীদের জন্য স্কলারশিপ

আবেদন করার যোগ্যতা

  • কাস্ট – এটি শুধুমাত্র SC ও ST ছাত্রীরা আবেদন যোগ্য।
  • বার্ষিক আয় – পিতামাতার বার্ষিক আয় ৬০,৯২০ টাকা বা এর কম হতে হবে।
  • বিদ্যালয়ে উপস্থিতি – অন্ততপক্ষে ৭৫% হতে হবে।
  • নম্বর – পূর্ববর্তী শ্রেণিতে পাশ নম্বর / কোয়ালিফাইং মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে।

কতজনকে স্কলারশিপ দেওয়া হবে ?

জাতিসংখ্যা
SC৬৬
ST৯৪

স্কলার নির্বাচন পদ্ধতি

পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে স্কলার নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র ১৭-১১-২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।

কী কী জমা দিতে হবে?

  • পূরণ করা আবেদনপত্র।
  • পূর্ববর্তী শ্রেণির মার্কশীটের জেরক্স কপি।
  • ব্যাঙ্ক পাশবুকের জেরক্স কপি (যেন অ্যাকাউন্ট নম্বর ও IFSC থাকে)।
  • ইনকাম ও কাস্ট সার্টিফিকেট (Form A / Form B)।

২) নবম থেকে দ্বাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ

আবেদন করার যোগ্যতা

  • কাস্ট – এটি শুধুমাত্র নবম ও একাদশ শ্রেণির SC ও ST ছাত্রছাত্রীরা আবেদন যোগ্য।
  • বার্ষিক আয় – পিতামাতার বার্ষিক আয় ৩৬,০০০ টাকা বা এর কম হতে হবে।
  • বিদ্যালয়ে উপস্থিতি – অন্ততপক্ষে ৭৫% হতে হবে।
  • নম্বর – SC ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অন্ততপক্ষে ৬০% এবং ST ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অন্ততপক্ষে ৪০% নম্বরসহ পূর্ববর্তী শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

কতজনকে স্কলারশিপ দেওয়া হবে ?

জাতিসংখ্যা
SC২৬
ST৪২

স্কলার নির্বাচন পদ্ধতি

পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে স্কলার নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র ১৭-১১-২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।

কী কী জমা দিতে হবে?

  • পূরণ করা আবেদনপত্র।
  • পূর্ববর্তী শ্রেণির মার্কশীটের জেরক্স কপি।
  • ব্যাঙ্ক পাশবুকের জেরক্স কপি (যেন অ্যাকাউন্ট নম্বর ও IFSC থাকে)।
  • ইনকাম ও কাস্ট সার্টিফিকেট (Form A / Form B)।

FAQ

আবেদনের শেষ তারিখ কবে?

১৭-১১-২০২২

ইনকাম ও কাস্ট সার্টিফিকেট (Form A / Form B) কে দেবেন ?

Form A – MP / MLA / পৌরসভার কমিশনার / পঞ্চায়েত সমিতির সভাপতি / জেলা পরিষদের সদস্য / রাজ্য বা কেন্দ্র সরকারের Group A গ্যাজেটেট অফিসার
Form B – Employer / DDO

কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?

পশ্চিম মেদিনীপুরের ছাত্রছাত্রীরা।

 Read More :

OBC / SC / ST পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ ২০২২-২০২৩ | Oasis Scholarship 2022-2023 To OBC / SC / ST Students

banglaweb

Recent Posts

জমির শেয়ার হিসাব | BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator

জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…

3 months ago

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ । Holiday List 2024 of High Schools of West Bengal

High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…

4 months ago

সহানুভূতি স্কলারশিপ 2023–2024 : নবম শ্রেণি থেকে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ | Sahanubhuti Scholarship in Bengali

সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…

6 months ago

রাজ্য শিক্ষানীতি | State Education Policy (WBSEP), 2023

রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…

8 months ago

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ 2023-2024 | OBC Pre-Matric Scholarship

OBC প্রি ম্যাট্রিক স্কলারশিপ (OBC Pre-Matric Scholarship) হল পঞ্চম থেকে দশম শ্রেণির (V-X) OBC ছাত্র-ছাত্রীদের…

8 months ago

আদিত্য এল ১ (Aditya L1) :ভারতের প্রথম সূর্য অভিযান (ISRO)

আদিত্য এল ১ (Aditya L1) :ভারতের প্রথম সূর্য অভিযান (ISRO) সূর্য সৌরজগতের নিকটতম এবং বৃহত্তম…

8 months ago