WBCHSE Online Student Portal

WBCHSE Online Student Portal : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) চালু করতে চলেছে “Online Student Portal”.

এই পোর্টাল চালু হওয়ার আগে উচ্চ মাধ্যমিকের রেজিস্টেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশীট ইত্যাদি হারিয়ে গেলে ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে অফলাইনে আবেদন করতে হত। 

এছাড়াও রেজিস্টেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশীটে কোনো কিছু ভুল থাকলেও তা সংশোধনের উপায় ছিল অফলাইনে সংসদের সঙ্গে যোগাযোগ।

এই অফলাইন পদ্ধতিতে ডুপ্লিকেট বা সংশোধিত কপি পাওয়ার বিষয়ে খোঁজখবর রাখা ছিল যথেষ্ট কষ্টকর। 

তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) 01-09-2023 তারিখ থেকে “Online Student Portal” চালু করতে চলেছে। ছাত্রছাত্রীদের এই পোর্টালের মাধ্যমে ডুপ্লিকেট বা সংশোধিত কপি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। 

01-09-2023 তারিখ থেকে অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না। 

WBCHSE Online Student Portal এর মাধ্যমে কী কী আবেদন করা যাবে?

এই পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের সঙ্গে সম্পর্কিত নিম্নলিখিত বিষয়ের জন্য আবেদন করা যাবে – 

1) উচ্চ মাধ্যমিকের ডুপ্লিকেট রেজিস্টেশন সার্টিফিকেট (Registration Certificate), অ্যাডমিট কার্ড (Admit Card), মার্কশীট (Marksheet), সার্টিফিকেট (Certificate), মাইগ্রেশান (Migration) ইত্যাদি পাওয়া। 

2) উচ্চ মাধ্যমিকের রেজিস্টেশন সার্টিফিকেট (Registration Certificate), অ্যাডমিট কার্ড (Admit Card), মার্কশীট (Marksheet), সার্টিফিকেট (Certificate) ইত্যাদি সংশোধন।

WB College (UG) Admission 2023-2024 : কলেজে স্নাতক স্তরে ভর্তির আবেদন 2023 পদ্ধতি, আবেদনের শেষ তারিখ

Leave a Comment