JBNSTS জুনিয়র স্কলারশিপ ২০২২, JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২২, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন, পরীক্ষার ফি, স্কলারশিপের পরিমান (JBNSTS Junior Scholarship 2022, JBNSTS Junior Talent Search Examination 2022)
JBNSTS জুনিয়র ২০২২ কোন্ শিক্ষার্থী পাবে তা নির্ধারিত হয় জুনিয়র প্রতিভা অনুসন্ধান (Junior Talent Search) পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০১৫ সাল থেকে Junior Talent Search পরীক্ষা শুরু হয়েছিল।
Table of Contents
স্কলারশিপ দুই বছরের জন্য অর্থাৎ একাদশ (XI) এবং দ্বাদশ (XII) শ্রেণির জন্য দেওয়া হয়।
আবেদন আরম্ভ | ০১-০৬-২০২২ |
আবেদন শেষ | ৩১-০৭-২০২২ |
পরীক্ষার তারিখ | ২১-০৮-২০২২ |
১০ ম স্ট্যান্ডার্ড বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর আবেদনের তারিখ এবং পরীক্ষার বিস্তারিত বিবরণসহ সংবাদপত্র এবং JBNSTS এর ওয়েবসাইটে (https://jbnsts.ac.in/) বিজ্ঞাপন দেওয়া হয়। ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে JBNSTS এর অফিসে কোনো কাগজপত্র পাঠানোর দরকার হয় না।
অ্যাডমিট কার্ড JBNSTS এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে ।
লিখিত পরীক্ষায় পাশ করার পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। শেষ পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উভয়ের উপর নির্ভর করে স্কলারশিপ ঘোষণা করা হয়।
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
ভৌত বিজ্ঞান (Physical Science) | ৮ টি | ২.৫×৮=২০ |
জীবন বিজ্ঞান (Life Science) | ৮ টি | ২.৫×৮=২০ |
গণিত (Mathematics) | ৮ টি | ২.৫×৮=২০ |
প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন ২.৫ নম্বর বহন করে এবং উল্লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকে।
প্রতিটি সঠিক উত্তর | ২.৫ নম্বর |
প্রতিটি ভুল উত্তর | -১ নম্বর |
না উত্তর দিলে | ০ নম্বর |
পরীক্ষার স্ট্যান্ডার্ড দশম শ্রেণির স্ট্যান্ডার্ড।
বিষয় (Subject) : ১) ভৌত বিজ্ঞান (Physical Science), ২) জীবন বিজ্ঞান (Life Science), ৩) গণিত (Mathematics)
JBNSTS Junior Talent Search পরীক্ষার ফী ১০০ টাকা + Transaction Charge (Online Payment এর ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়)। Online Payment নিম্নলিখিতভাবে করা যায়
ফী দিয়ে দেওয়ার পর ফেরৎ দেওয়া হয় না।
স্কলারশিপের নাম | JBNSTS জুনিয়র স্কলারশিপ |
বর্ষ | ২০২২ |
আবেদন আরম্ভ | ০১-০৬-২০২২ |
আবেদন শেষ | ৩১-০৭-২০২২ |
পরীক্ষার তারিখ | ২১-০৮-২০২২ |
ফলাফল | ** |
স্কলারশিপের পরিমান | প্রতি মাসে ১,২৫০ টাকা। বার্ষিক বই কেনার গ্রান্ট ২,৫০০ টাকা |
আবেদনকারী | একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী |
অফিসিয়াল ওয়েবসাইট | https://jbnsts.ac.in/ |
আরও পড়ুন –
West Bengal Livelihood and Social Security Interim Scheme, 2025 SSC 2016 এর মাধ্যমে বিদ্যালয়ে নিযুক্ত…
উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher…
জমির শেয়ার হিসাব BANGLARBHUMI Share Calculation, Land Share Calculator BANGLARBHUMI Land Share Calculator Land Share…
High School Holiday List 2024 in West Bengal উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ (Holiday…
সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship) হল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের (Mass Education…
রাজ্য শিক্ষানীতি : 2035 সালের মধ্যে শিক্ষাব্যবস্থায় আমূল বদল ঘটানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে…